মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁর আত্রাইকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়ী নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি যোগদানের পর থেকেই বিভিন্ন পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছেন।
নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পর কামাল হোসেন সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব মুক্ত ও পরিচ্ছন্ন আত্রাই গড়ার অভিমত ব্যক্ত করেন। টিম প্রধান হিসেবে ইউএনও প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গন পরিস্কার করে পরিষদের মূল ফটকসহ একাধিক স্থানে ডাস্টবিন স্থাপন করেন।
যোগদানের পর থেকে প্রতিনিয়ত দাপ্তরিক কাজের ফাঁকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও বাজারগুলো পরিচ্ছন্ন রাখতে মানুষের সাথে মতবিনিময় করায় মানুষের মাঝে পরিচ্ছন্ন আত্রাই গঠনে একধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে।
সরেজমিনে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, “কোথাও কোন ময়লা নাই এমন একটা আঙিনা চাই” লিখা ব্যানার দেয়ালে সাটানো রয়েছে। বিদ্যালয়ের মূল ফটকের সামনে ডাস্টবিনে শিক্ষার্থীরা ময়লা ফেলছে। ফলে বিদ্যালয় ও এর চারপাশ ময়লা আবর্জনা মুক্ত পরিস্কার-পরিচ্ছন্ন দেখাচ্ছে।
ভরতেঁতুলিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল উদ্দিন বলেন, 'ইউএনও কামাল হোসেন স্যারের অনুপ্রেরণায় বিদ্যালয়ের চারপাশ আবর্জনামুক্ত হয়েছে। শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানায় তাদের জ্ঞানের পরিধি বাড়ছে। এছাড়া তাদের পোষাক পরিধানে স্মার্ট হবার পাশাপাশি নিজ সম্পর্কে বাংলা ও ইংরেজিতে কথা বলার অভ্যাস তৈরি হচ্ছে।' মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম দুলু বলেন, 'ইউএনও স্যার যোগদানের পর থেকে হাসিমুখে মানুষের সমস্যার কথা শুনছেন। আইনের মধ্যে থেকে সমস্যার সমাধান করে দেওয়ায় স্যারের সুখ্যাতি ছড়িয়ে পড়ছে।'
উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, 'বুদ্ধিবৃত্তিক-জ্ঞানভিত্তিক কুসংস্কার বিবর্জিত আদর্শিক উপজেলা গঠনে জনগণের ভালো মন ও সাবলীল চিন্তাভাবনা অপরিহার্য। উন্নত মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত হলো ভালো ব্যক্তিত্বের মানুষ গঠন। ভালো ব্যক্তিত্বের মানুষ গঠনে পরিস্কার-পরিচ্ছন্নতা অপরিহার্য। সকলকে ভালো কাজের অনুশীলনে অভ্যস্ত করতে উপজেলা প্রশাসনের একটি ক্ষুদ্র প্রচেষ্টা ‘কোথাও কোন ময়লা নেই, এমন একটি আঙিনা চাই’।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।