মোঃ শহিদুল ইসলাম শাওন, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে জমিজমা বিরোধের জেরে ছোট ভাইয়ের বউ ও তার আঁট বছরের শিশু সস্তানকে মারপিটের অভিযোগ উঠেছে বড়ভাই বশির খাঁন, স্ত্রী খাদিজা বেগম ও মেয়ে নুপুরের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সোমবার ২৩ নভেম্বর রাতে পৌরসভার ৯ নং ওয়ার্ডের নিচকাটা গ্রামে। ছোট ভাই স্ত্রী সন্তান পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। এব্যাপারে মেজো ভাই বশির খান, স্ত্রী খাদিজা বেগম ও মেয়ে নুপুরকে আসামী করে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানাযায়, আসামী বড় ভাই মোঃ বশির খাঁনের সাথে জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া সেজো ভাই নাজমুল হুদার সাথে বিরোধ চলছে। উক্ত বিরোধের জের ধরে গত ২৩ ডিসেম্বর রাতে বশির খান তার স্ত্রী ও মেয়ে পরিকল্পিত ভাবে লোহার রড ও লাঠি সোটা নিয়া বসত ঘরের সামনে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন সেজো ভাই নাজমুল হুদার স্ত্রী লীজা বেগম প্রতিবাদ করলে তাকে লোহার রড ও লাঠি সোটা দিয়া এলোপাতারী ভাবে পিটিয়ে জখম করে।এসময় লীজার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিড়ে নিয়া যায়। তখন লীজা বেগম ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত লীজা বেগম ও তার শিশু কন্যা সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আভিযোগের বিষয়ে বশির খাঁনের সাথে কথা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে । তদন্তপূর্বক কঠোর অঅইনগত ব্যবস্থা নেয়া হবে।