আমতলী দূধর্ষ ডাকাতি আহত- ২ ১৫ লাখ টাকার মালামাল লুট

লেখক:
প্রকাশ: 4 days ago

মোঃ শহিদুল ইসলাম শাওন, আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে শিক্ষক শাহজাহান হাওলাদার এর বাড়িতে রাত ২:৩০ মিনিটেরর সময় দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । নগদ অর্থ ও স্বর্নালংকারসহ ১২ লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের আঘাতে দুজন আহত হয়েছেন ।
বাড়ীর গৃহকর্তা শিক্ষক শাহজাহান হালাদার জানান, রাত অনুমান ২টা ৩০ এর সময় ঘরের পিছনের দরজা ভেঙ্গে মুখোশ পরিহিত ৫/৬ জন লোক ঘরে প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে বেধে ঘরের আলমিরা ভেঙ্গে আলমিরার মধ্যে থাকা প্রায় ১০ ভরি স্বর্নলংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায় । এসময় ডাকাতরা গৃহকর্তা শিক্ষক শাহজাহান হাওলাদার (৬০)ও তার স্ত্রী রেহেনা (৫০ )কে মারধোর করেন।
এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে শিক্ষক শাহজাহান মিয়া জানান।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান. ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
error: Content is protected !!