কুষ্টিয়া সদর প্রতিনিধি:
এখন গভীর রাত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বরাদ্দকৃত ক্লাসরুম ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশনে আছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। দুইজন অসুস্থ হয়ে হাসপাতালে, একজন স্যালাইন নিয়ে এখনো অনশনে। পড়ার ক্লাসরুমের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশনে বসতে হচ্ছে! এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক একটি ব্যাপার। নূন্যতম ক্লাসরুম সুযোগ-সুবিধা না দিয়েই বছরে বছরে নতুন বিভাগ খোলার মাশুল দিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।
ক্লাসরুমের জন্য ৪/৫ টি বিভাগ আজ চতুর্মুখী আন্দোলনে একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। ক্লাসরুমের জন্য এক বিভাগের বন্ধু আজ অন্য বিভাগের বন্ধুর বিরুদ্ধে দাঁড়িয়েছে। যা অত্যন্ত বিব্রতকর ও লজ্জাজনক একটা পরিস্থিতি। এই সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধানে করে শিক্ষার পরিবেশ তৈরির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই। কুষ্টিয়া সদর থানা থেকে মনিরুল
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।