আমাদের নেতা বলেছেন পরাজিত শক্তির মাথা চলে গেছে কিন্তু লেজ রয়ে গেছে- আজিজুল বারী হেলাল

লেখক:
প্রকাশ: 2 weeks ago

 

মোঃ রবিউল হোসেন খান : খুলনা : আমাদের নেতা বলেছেন পরাজিত শক্তির মাথা চলে গেছে কিন্তু লেজ রয়ে গেছে। সরকারের প্রশাসন, পুলিশ, বিশ্ববিদ্যালয়ের ভিসি বা কর্মকমিশন বলেন, এখানে সৈরাচারের দোসররা ১৭ বছর যারা লালন পালন করেছেন তাদের বিরুদ্ধে বর্তমান সরকারকে ব্যাবস্থা নিতে হবে। এমনকি উপদেষ্টা পরিষদেও এসব দোসররা ঘাপটি মেরে বসে আছে।বিএনপি বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামের কঠিন আগুনে পুড়ে খাটি সোনা হয়ে বাংলাদেশে রাজনীতি করছে।সুতারাং কোন ষড়যন্ত্র করে, বাংলাদেশে কোন অপতথ্য ছড়িয়ে আমাদের বিজয়কে নস্যাৎ করা যাবে না।আমরা প্রস্তুত রয়েছি। আমরা যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করবো। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্তপুর্ন সম্পর্ক রয়েছে। ওয়ার্কিং রিলেশন রয়েছে।সুতারাং বন্ধু বেসে এসে যদি প্রভুত্ব করতে চান বাংলাদেশের মানুষ মেনে নেবে না।ভারতকে মনে রাখতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ না,এটা জনগনের বাংলাদেশ, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশ, এটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, এটা আমাদের নেতা তারেক রহমানের বিজয়ের বাংলাদেশ। আমাদের বর্তমান অন্তবর্তীকালীন সরকার জাতীয় ঐক্যর ডাক দিয়েছে। আমাদের জাতীয় ঐক্যর প্রয়োজন আছে।আমরা যারা বিপ্লবে অংশ গ্রহণ করেছিলাম সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের খুলনা জেলা বর্ধিত সভায় বিএনপি কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আজ বিকাল ৩ টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে খুলনা জেলা কৃষক দল সভাপতি মোল্লা কবির হোসেনের সভাপতিত্বে ও খুলনা জেলা কৃষক দল সাধারণ সম্পাদক মো: আবু সাঈদ শেখের পরিচালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো: আলীম হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. সেলিম হোসেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) আক্তারুজ্জামান তালুকদার সজীব।এ সময় অন্যান্যদের মধ্যে আবু হোসেন বাবু,খান জুলফিকার আলী জুলু,মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল,নুরুল হুদা খান বাবু,কামরান হাসান,শেখ সরোয়ার হোসেন, বাবু উজ্জল কুমার সাহা,আতাউর রহমান রুনু,খান ইসমাঈল হোসেন, কামরুজ্জামান টুটু,বুলবুল আলম,ড.গোলাম মাসুদ মৃধা, দেবাশিষ মন্ডল দেবু,মো: একরামুল ইসলাম, বি এম আইয়ুব আহম্মেদ,মেসের আলী সানা,ইব্রাহিম সরদার,গোলাম রসুল,লিটন শেখ,শাহ আলম ভুইয়া,মুনসুর মীর,শফিকুল ইসলাম, আবুল হোসেন হাওলাদার, সোহাগ শিকদার,বি এম সাইফুল ইসলাম, বাপ্পী খান,আবু সাঈদ বিশ্বাস, কাশেম সরদার,ইফতেখার সরদার,আনিসুর রহমান রনি,রাজু চৌধুরী, শাবু মোল্লা,মহিউদ্দিন কবিরাজ,সরজ বিশ্বাস, আব্দুল খালেক, মন্টু হাসান,মনির হোসেন উপস্থিত ছিলেন।

 
error: Content is protected !!