ইবিতে একই দিনে অনুষ্ঠিত দুই পিএইচডি সেমিনার

লেখক:
প্রকাশ: 3 weeks ago

ইবি প্রতিনিধি
সুবংকর রায় (শুভ)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বাংলাদেশ ও পূর্ব এশিয়া সম্পর্ক ১৯৭২-১৯৯০ একটি ঐতিহাসিক বিশ্লেষণ’ এবং ‘ভারতীয় উপমহাদেশে আরবি ভাষা ও সাহিত্যের প্রসারে নদওয়াতুল উলামা’ এর ভূমিকা শীর্ষক দু’টি পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম সেমিনার এবং অধ্যাপক ড. মুখলেছুর রহমান সেমিনার লাইব্রেরিতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে দ্বিতীয় সেমিনারটি সম্পন্ন হয়।

উভয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণাপ্রবন্ধের উপরে আলোচনা করেন। গবেষণাকে গুরুত্বের সাথে তুলে ধরেন। সকলকে গবেষণা দিকে মনোযোগ হওয়ার আহ্বান জানান

‘বাংলাদেশ ও পূর্ব এশিয়া সম্পর্ক ১৯৭২-১৯৯০: একটি ঐতিহাসিক বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ। এছাড়াও অধ্যাপক ড. মো. আব্দুল বারী প্রমুখ আলোচনায় অংশ নেন। গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, বিভাগের শিক্ষকবৃন্দ এবং গবেষক মো. শিহাব উদ্দীন সেমিনারে উপস্থিত ছিলেন।

এদিকে ‘উপমহাদেশে আরবি ভাষা ও সাহিত্য প্রচারে নাদওয়াতুল উলামার অবদান’ শীর্ষক সেমিনারে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং গবেষণা তত্ত্বাবধায়ক, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 
error: Content is protected !!