শুভ,
ইবি সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয় মেইন ফটকে এক নারী শিক্ষার্থীর আইডি কার্ড দেখতে চেয়েছিলেন এক যুবক। ঐ শিক্ষার্থী অভিযুক্ত ব্যক্তিকে চেনে না বলে দাবী করলেও, তাকে বিভিন্নভাবে হেনস্তা করেন যুবক। পরবর্তীতে শিক্ষার্থীর কানে ইলেকট্রনিক ডিভাইস আছে কি-না জিজ্ঞেস করায় ভুক্তভোগী ভ্যানে উঠে চলে যেতে চাইলে তার হিজাব ধরে টানাটানি করেন অভিযুক্ত যুবক।
আজকে শনিবার রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকে এই ঘটনা ঘটে।
পরবর্তীতে, ইবি থানার এসআই রোকনুজ্জামান এর উপস্থিতিতে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
এছাড়াও জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে এবং তিনি পাবনা পাগলা গারদে চিকিৎসাধীন ছিলেন বলে তার পরিবারের লোকজন দাবী করেন।