সদর থানা প্রতিনিধি (কুষ্টিয়া):
------------------------------------------------
কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন বলেন, আমাদের শিক্ষকদের মধ্যে কোনো বিভেদ নেই। যৌক্তিক দাবি আদায়ে ইবি শিক্ষকরা সবসময় ছাত্রদলের পাশে ছিলো,আছে এবং থাকবে । আগামী ছয় মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের এলাকায় শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি মানা না হলে সম্মিলিতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ কথা বলেন। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জিয়া পরিষদ, ইউট্যাব এবং শাখা ছাত্রদলের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি অনুষদ ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।
এসময় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. নুরুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. আলীনূর রহমান, ইউট্যাবের সহ-সভাপতি প্রফেসর ড. ইদ্রিস আলী, কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ড. ওলিউর রহমান পিকুল, জিয়া পরিষদের কর্মকর্তা ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ মঞ্জু, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন। আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, আনারুল,মনিরুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য সাব্বির আহমেদ, রাফিজ আহমেদ ও নুর উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়াও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদের শিক্ষক-কর্মকর্তাসহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. রশিদুজ্জামান।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।