ইবির রোভার স্কাউট গ্রুপের নতুন দায়িত্বে দিদারুল ইসলাম এবং আবু সাঈদ

লেখক:
প্রকাশ: 5 days ago

শুভ

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম রাসেল এবং অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আবু সাঈদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, আরএসএল অধ্যাপক ড. আমিনুল ইসলাম ও অধ্যাপক ড. কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাক্ষরিত তথ্য সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সকল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী এক বছরের জন্য ইউনিট কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে । নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গ কমিটি বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব বাস্তবায়নের ক্ষেত্রে রোভার স্কাউট এর লক্ষ্য উদ্দেশ্য এবং বিপ্লবের চেতনার সমন্বয় ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করবো। যাতে করে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারি। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

 
error: Content is protected !!