ইবি ভিসি’র আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য সোমবার ইন্দোনেশিয়া গমন

লেখক:
প্রকাশ: 1 month ago

 

মো:মনিরুল ইসলাম
কুষ্টিয়া সদর থানা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪
———————————————

ইন্দোনেশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অব ‘ল’ এর আমন্ত্রণে “একবিংশ শতাব্দীতে এনার্জি ল ও টেকসই উন্নয়ন” শীর্ষক ৬ষ্ঠ আন্তর্জাতিক স্টুডেন্ট কলোকিয়াম প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ১৮ নভেম্বর সোমবার ইন্দোনেশিয়া গমন করবেন। আগামী বুধবার ২০ নভেম্বর ইন্দোনেশিয়ার ইসলামীক ইউনিভার্সিটি অডিটরিয়ামে “একবিংশ শতাব্দীতে এনার্জি ল ও টেকসই উন্নয়ন শীর্ষক” সেমিনারে আমন্ত্রিত বিশেষ বক্তা হিসাবে তিনি বক্তব্য রাখবেন। এছাড়া সেমিনারে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি ইসলাম ইন্দোনেশিয়া’র এ্যাসোসিয়েট প্রফেসর ড. সিথি আনিছ, জার্মানীর ব্রান্সউইক ইউরোপিয়ান ‘ল’ স্কুল এর প্রফেসর ড. লুর অছিম, জার্মানীর ব্রান্সউইক ইউরোপিয়ান ‘ল’ স্কুল এর লিওনি জ্যাপেল, ইউ কে এম, মালয়েশিয়া প্রফেসর ড. রাশিকা এমডি খালেদ। সেমিনারে অংশগ্রহণ শেষে আগামী ২৩ নভেম্বর শনিবার তিনি দেশে ফিরে আসবেন।

 
error: Content is protected !!