ইবি প্রতিনিধি
সুবংকর রায় (শুভ)
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. শাহিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) সাধারণ কর্মচারী সমিতি নির্বাচন ২০২৪ এর নির্বাচন কমিশনার খন্দকার আব্দুল মজিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
তফসিল অনুযায়ী ৪ ডিসেম্বর ১৫ টি পদের বিপরীতে ১ টি প্যানেলে ১৫ টি মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা পড়েছে। পদের বিপরীতে কোন মনোনয়নপত্র জমা না পড়ায় ঘোষিত তফসিল মোতাবেক ‘মোঃ শাহিনুর ইসলাম’ এবং ‘মোঃ শফিকুল ইসলাম’ এর নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ।
এতে পরিবহন শাখার কর্মচারী মো. শাহিনুর ইসলাম সভাপতি এবং এস্টেট অফিসের মো. শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্য নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি খন্দকার একরাম হোসেন, মোঃ মোজাম্মেল হক, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর আহম্মদ হোসেন , দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ আকমল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ রেন্টু মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন (নয়ন), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ আনোয়ারা বেগম, নির্বাহী সদস্য মোঃ মোস্তফা কামাল ও মহিলা নির্বাহী সদস্য জেবুন নাহার।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে ধন্যবাদ জানান। তারা সহায়ক কর্মচারীদের নীতিমালা সংক্রান্ত যে সমস্ত জটিলতা আছে সেগুলোর সমাধানসহ আগামী দিনে সকল কর্মচারীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।