মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : ইয়াং টাইগার্স অনুর্ধব – ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারী এবারের টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খুলনা ও কক্সবাজারে খেলবে।আজ ১৩ ফেব্রুয়ারী সকাল ১০ টায় খুলনা সার্কিট হাউস সন্মেলন কক্ষে টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সন্মেলন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। সংবাদ সন্মেলনে খুলনা বিভাগীয় কমিশনার বলেন, খুলনা বিভাগে জাতীয় দলে ক্রিকেট খেলোয়ার আছে। ইয়াং টাইগার্স অনুর্ধব – ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট থেকে অনেক ভালো খেলোয়ার বেরিয়ে আসবে। পরবর্তীতে তারা জাতীয় দলে খেলবে সেই আশাকরি। তিনি খুলনাবাসীকে এই টুর্নামেন্ট দেখার আহবান জানান। বিভাগীয় কমিশনার আরো বলেন, তারুণ্য উৎসব-২০২৫ সারাদেশে উৎসবের মত অবস্থা সৃষ্টি হয়েছে। এই উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্ম তাদের আগামী ভবিষ্যৎ গড়তে ভুমিকা রাখবে। তরুন প্রজন্ম যাতে মাদকাসক্তের দিকে ধাবিত না হয় সেই প্রচেষ্টাই আমাদের প্রধান উদ্দেশ্য। এদেশের তরুণ সমাজ দেশ গঠনে বলিষ্ঠ ভুমিকা রাখবে সেই আশা ব্যাক্ত করছি। সংবাদ সন্মেলনে জানানো হয়, খুলনা জেলা স্টেডিয়ামে ও বিভাগীয় স্টেডিয়ামে গ্রুপ- ” এ” এর খেলা গুলো অনুষ্ঠিত হবে। গ্রুপ ” এ” তে রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি), রংপুর বিভাগ, চট্রগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ উওর ও বরিশাল বিভাগ। শুধু গ্রুপ পর্বের খেলা নয়, খুলনায় অনুষ্ঠিত হবে দুটো সেমিফাইনাল এবং ফাইনাল খেলা।আগামী ১৬- ১৮ মার্চ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ইয়াং টাইগার্স অনুর্ধব- ১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ হবে ২ দিনের ও সেমিফাইনাল ও ফাইনাল হবে ৩ দিনের ম্যাচ।অপরদিকে গ্রুপ – “বি”তে অংশ নেওয়া খুলনা বিভাগ, ঢাকা বিভাগ দক্ষিন, সিলেট বিভাগ, ঢাকা মেট্রো ও রাজশাহী বিভাগের খেলা গুলো কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।সুচি অনুযায়ী খেলা ১৮ ফেব্রুয়ারী শুরু হলেও দল গুলোর খেলোয়াড়রা ভেন্যুতে রির্পোটিং করবে ১৬ ও ১৭ ফেব্রুয়ারী। গ্রুপ পর্বের খেলা আগামী ১৮-১৯ ফেব্রুয়ারী খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিকেএসপি বনাম বরিশাল বিভাগ ও খুলনা জেলা স্টেডিয়ামে রংপুর বিভাগ বনাম ঢাকা উওর এবং কক্সবাজারে খুলনা বিভাগ বনাম রাজশাহী বিভাগ ও ঢাকা দক্ষিন বিভাগ বনাম ঢাকা মেট্রোর খেলা অনুষ্ঠিত হবে। ২২-২৩ ফেব্রুয়ারী খুলনা জেলা স্টেডিয়ামে রংপুর বিভাগ বনাম বরিশাল বিভাগ একই সময়ে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চট্রগ্রাম বিভাগ বনাম ঢাকা উওর এবং কক্সবাজার স্টেডিয়ামে ঢাকা দক্ষিন বনাম রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগ বনাম ঢাকা মেট্রোর খেলা, ২৬-২৭ ফেব্রুয়ারী খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বিকেএসপি বনাম রংপুর বিভাগ, খুলনা জেলা স্টেডিয়ামে চট্রগ্রাম বিভাগ বনাম বরিশাল বিভাগ এবং কক্সবাজার স্টেডিয়ামে খুলনা বিভাগ বনাম ঢাকা দক্ষিন, সিলেট বিভাগ বনাম রাজশাহী বিভাগের খেলা, ২-৩ মার্চ খুলনা জেলা জেলা স্টেডিয়ামে বিকেএসপি বনাম চট্রগ্রাম বিভাগ,, খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা উওর বনাম বরিশাল বিভাগ এবং কক্সবাজার স্টেডিয়ামে খুলনা বিভাগ বনাম সিলেট বিভাগ, ঢাকা মেট্রো বনাম রাজশাহী বিভাগের খেলা অনুষ্ঠিত হবে। আর গ্রপ পর্বের শেষ ৪ টি খেলা হবে ৬ ও ৭ মার্চ। খুলনা জেলা স্টেডিয়ামে বিকেএসপি বনাম ঢাকা উওর, খুলনা বিভাগীয় স্টেডিয়ামে রংপুর বিভাগ বনাম চট্রগ্রাম বিভাগ এবং কক্সবাজার স্টেডিয়ামে খুলনা বিভাগ বনাম ঢাকা মেট্রো ও ঢাকা দক্ষিন বনাম সিলেট বিভাগের খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১১ থেকে ১৩ মার্চ খুলনা জেলা ও বিভাগীয় স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে গ্রুপ – ” এ” চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ” বি” রানার্স আপ এবং খুলনা জেলা স্টেডিয়ামে গ্রুপ ” বি” চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ” এ” রানার্স আপ দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে বিজয়ী দুটি দল ১৬- ১৮ মার্চ ফাইনালে অংশ নিবে।খুলনা বিভাগীয় স্টেডিয়ামে দুই সেমিফাইনালে বিজয়ী দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সংবাদ সন্মেলন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) আবু সায়েদ মো : মনজুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিতান কুমার মন্ডল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মোস্তাক উদ্দীন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো: বকতিয়ার রহমান গাজী প্রমুখ।