মোঃ আরাফাত আলী
(নওগাঁ জেলা প্রতিনিধি):
নওগাঁর রানীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের উদ্যোগে "ত্রিমোহনী স্কুল প্রিমিয়ার লীগ-২০২৪" এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২২নভেম্বর) বিকেল ৩টায় ত্রিমোহনী স্কুল মাঠে শর্ট পিচ ক্রিকেট এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার খেলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘ ১৪ বছর পর নওগাঁর রাণীনগর উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ে ঘরোয়া পরিবেশে শুরু হয়েছিলো শর্ট পিচ ক্রিকেট টিএসপিএল-২০২৪।
ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী প্রবীর কুমার পাল এর সভাপতিত্বে ত্রিমোহনী প্রিমিয়ার লীগ আয়োজিত হয়৷ জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেওয়ার মাধ্যমে ফাইনাল খেলার উদ্বোধন করেন রানীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: তারিকুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানীনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ তারিকুল ইসলাম, ২নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মকলেছুর রহমান বাবু, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মুত্তালিব। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থী ফোরামের সকল শিক্ষার্থী, স্থানীয় ব্যক্তিবর্গের উৎফুল্ল অংশগ্রহণে ত্রিমোহনী প্রিমিয়ার লীগ-২০২৪ এর ফাইনাল খেলা শেষ হয়। উক্ত ফাইনাল খেলায় বিজয়ী দল ত্রিমোহনী হান্টার বয়েজ-২০২১। খেলা শেষে পুরষ্কার বিতরন, বৃক্ষরোপণ এবং প্রাক্তন শিক্ষার্থী ফোরামের পক্ষ থেকে উক্ত বিদ্যালয় হতে সদ্য ডুয়েটে চান্সপ্রাপ্ত দুজন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে টিএসপিএল-২০২৪ এর ইতি টানা হয়।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।