কালাইয়ের জিন্দারপুর ইউনিয়নে ন্যাশনাল স্কুল এন্ড কলেজে বিদায় ও দোয়া অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 1 week ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের ন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে ৩০ শে ডিসেম্বর ২০২৪ সোমবার ৯টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ন্যাশনাল স্কুল এন্ড কলেজের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদানে কুরআন বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়েব শিক্ষক সোহেল রানা সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সহকারি সেক্রেটারি ও জয়পুরহাট ০২- আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, কালাই উপজেলা জামায়াতের আমির মাওলানা মুনছুর রহমান, জিন্দাপুর ইউপি পরিষদের সচিব রমজান আলী, বর্ণমালা কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জিন্দারপুর ইউনিয়নের জামায়াতের আমির মতিউর রহমান, জয়পুরহাট জর্জ কোট শিক্ষানবিশ আইনজীবী এডভোকেট কাইছার আহমেদ উক্ত বিদ্যালয়ের শিক্ষক ময়নুল ইসলাম, সাবিনা ইয়াসমিন ও রত্না সহ আরো অনেকে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছিলেন।

 
error: Content is protected !!