সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া গ্রামে গ্যাস ম্যাচের আগুনে পুড়ে রুপা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে শিশু রুপা গ্যাস ম্যাচ দিয়ে চুলায় আগুন ধরাতে গেলে তাঁর জামায় আগুন ধরে। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আস্তে আস্তে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে গত রবিবার রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
জানা গেছে, শিশু রুপা তার মা নিভার সাথে নানার বাড়ি জামুড়া গ্রামেই থাকেন। প্রতিবেশীরা জানায়, শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে গভীর নলকূপের সিমানা নিয়ে জামুড়া গ্রামের মাঠে আব্দুস ছোবহান এবং আ: হান্নান এর লোকজনের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এ ঘটনায় পাড়ায় আশেপাশের সকল লোকজন মাঠে ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে বাড়িতে কেউ না থাকায় শিশু রুপা ঘরে থাকা গ্যাস ম্যাচ দিয়ে বাড়ির চুলাতে খড়ের মুড়ি দিয়ে আগুন ধরাতে যায়। তাৎক্ষণিক সেই আগুন শিশু রুপার জামায় ধরে। কিছুক্ষণ পরে পাশের বাড়ির নুরনাহার নামের এক মহিলা মাঠ থেকে এসে শিশুটির চিৎকার শুনতে পেয়ে গিয়ে দেখে আগুনে পুড়ে শরীরের সাথে জামা লেগে গেছে। তখনই তারা শিশুটিকে নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে রেফার্ড করেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ দিন পর রবিবার(২২ ডিসেম্বর) রাতে শিশু রুপা মারা যায়।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।