কালাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি আলোচনা সভা

লেখক:
প্রকাশ: 5 days ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।

জয়পুরহাটের কালাই উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে ২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সাড়ে ১০ টায় “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশাল একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন ও কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার ( অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন। তারপর অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা জনস্বাস্থ্য অফিসার আল আমিন, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও কালাই উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানিন সরকার সহ আরো অনেকে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, উপজেলা সমাজসেবা অফিসের কর্মচারী, প্রকল্প গ্রামের সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভাপতি ইউএনও সমাপনী বক্তব্যের মাধ্যমে বলেন আমার আশা এবং কামনা দেশে কল্যাণ রাষ্ট্র দ্রুত গঠিত হোক এতে দেশের মানুষ কল্যাণ রাষ্ট্র থেকে সুফল পেয়ে দেশ ও জাতির উন্নয়ন ঘটবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। পরিশেষে সবাইকে ২০২৫ সাল নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।

 
error: Content is protected !!