কালাইয়ে জামায়াতের বিশাল সুধী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 1 month ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল)

কালাই, জয়পুরহাট:

জয়পুরহাটের কালাই উপজেলা জামায়াতের আয়োজনে কালাই বাসষ্ট্যান্ড চত্বরে ১১ ই নভেম্বর সোমবার বিকালে এক বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালাই উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের আমীর জননেতা ডাঃ ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া, জেলা সহকারী সেক্রেটারী এ্যাড মামুনুর রশীদ, সাংগঠনিক সেক্রেটারী ও মিডিয়া বিভাগের আগামী সংসদ নির্বাচনে জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের শুরা সদস্য মাওঃ নূরুজ্জামান সরকার, আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর শাফিউল আলম দিপু, কালাই উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ তাইফুল ইসলাম ও মাস্টার মাওলানা মুনছুর রহমান, উপজেলা সেক্রেটারী প্রভাষক মোঃ আব্দুল আলীম, জয়পুরহাট শহর জামায়াতের নেতা আব্দুর রহিম, মিজানুর রহমান, উপজেলা শুরা সদস্য মাওলানা ইমতিয়াজ আলী, উলামা মাশায়েখ সভাপতি মাওঃ মোজাফ্ফর রহমান, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ সাহেব আলী, মাত্রাই ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুস সোবহান, উদয়পুর ইউনিয়ন আমীর মোঃ আব্দুস সোবহান, সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, জিন্দারপুর আমীর মাওলানা মতিউর রহমান, পুনট ইউনিয়ন আমীর মোঃ আজিজুল হক, আহম্মেদাবাদ আমীর মোঃ গোলাম আজম, পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মোঃ রফিকুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মাজহারুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ মোনতাহার হোসেন, বায়তুল মাল সম্পাদক মাওলানা মোঃ আব্দুল হান্নান, উপজেলা শিবির সভাপতি মোঃ মাসুদ রানা, সাবেক শিবির নেতা কাওসার আহম্মেদ, রাশেদুজ্জামান হাসান, সহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ।

 
error: Content is protected !!