কালাইয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নতুন বাংলাদেশ বিনির্মান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 days ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।

জয়পুরহাটের কালাই পৌরসভা প্রশাসনের আয়োজনে ৬ই জানুয়ারি ২০২৫ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্য সামনে রেখে তারুণ্যের উৎসবের শুভ উদ্বোধন করেন। উক্ত উৎসব অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। এরপর তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। পৌরসভার পরিদর্শক মোস্তাক হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি ) ও পৌর কর্ম সম্পাদন সহায়তা জাহিদ হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার ও পৌর কর্ম সম্পাদন সহায়তা সিরাজুল ইসলাম ও পৌর ইঞ্জিনিয়ার একেএম সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও পৌর কর্ম সম্পাদন সহায়তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ও পৌর কর্ম সম্পাদন সহায়তা ডাক্তার নাহিদ নাজনীন ডেইজী।অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার (সোহেল), পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল আলিম, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয় মোস্তাক আহমেদ রাতুল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক প্রতিনিধি তামিম সরকার সহ আরো অনেকে। আলোচনা শেষে “তারুণ্যের ভাবনায় “শিক্ষার্থীদের পৌর প্রশাসন ইউএনও মহোদয় ফুল দিয়ে বরণ করে নেন। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি সমাজসেবা, দেশ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া, খেলাধুলা করা অন্যায় দেখলেই প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলা এবং তারুণ্যের সাহস ও শক্তি দেশের জন্য কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি শীর্ষক কর্মশালা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। এ সময় পৌর কর্মকর্তা, কর্মচারী ও পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 
error: Content is protected !!