কালাইয়ে না ফেরার দেশে চলে গেলেন পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি

লেখক:
প্রকাশ: 3 months ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল)

কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন মাত্রাই তালুকদার পাড়ার আতাউর রহমান খসরু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মাত্রাই গ্রামের মোফাজ্জল হোসেন তালুকদারের ছেলে, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ও ৩ বারের পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর (পরিচালক) আতাউর রহমান( খসরু) তালুকদার দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও হৃদরোগে ভুগছিলেন। তার হার্টের ব্যথা শুরু হলে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ২২ শে জানুয়ারি ২০২৫ বুধবার ১টায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ইন্তেকাল করেন। পরের দিন ২৩ শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্ব মুহূর্তে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজি এম হামিদুল ইসলাম, কালাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, প্রেসক্লাব কালাই সভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী, যুগ্ন আহবায়ক মওদুদ আলম, মাত্রাই ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম, মরহুমের ছোট ভাই আমানুল্লাহ তালুকদার সহ আরো অনেকে।

জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বৃদ্ধ বাবা, ২ ভাই, স্ত্রী, ২ ছেলে, ২ নাতি, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে তিনি চলে গেলেন পর জগতে মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

 
error: Content is protected !!