কালাইয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার গণসংযোগ

লেখক:
প্রকাশ: 3 months ago

 

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
কালাই, জয়পুরহাট।

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে গণসংযোগ করছেন
জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলার কালাই উপজেলার পুনট বাজারে তিনি এ গণসংযোগ করেন।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, বিএনপি নেতা আব্দুস সামাদ বাবু, আব্দুস সবুর, মামুনুর রশীদ, রাইসুল আলম রিপন, এ্যাড. হারুনুর রশীদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।

গণসংযোগ চলাকালে সাবেক এমপি প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, ‘বিএনপির যে ৩১ দফা রূপরেখা দিয়েছে তা -সরকার পরিবর্তন বা নির্বাচনের জন্য নয়। এই ৩১ দফা মূলত রাষ্ট্রের গণতান্ত্রিক পরিবর্তনসহ বিভিন্ন দল, জনগণ ও গণমাধ্যমের প্রস্তাবনা বিবেচনায় নিয়ে দিয়েছে বিএনপি। ফলে দেশের সচেতন জনগণকে তাঁদের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঘোষিত এই ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

 
error: Content is protected !!