কালাই, জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের নেতৃত্বে ও জয়পুরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলামের সহযোগিতায় ২৮ শে ডিসম্বের ২০২৪ শনিবার সকাল ৯টায় গাঁজা ও ট্যাপেন্টাডল (ট্যাবলেট) সেবনকারী ২ ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলেন কালাই পৌরসভা এলাকা আঁওড়া গ্রামের শ্রী মৃত রমনাথের ছেলে গাঁজা সেবনকারী শ্রী সুদেব কে ৯টায় তার বাড়ী থেকে, পৌনে ১০ টায় উপজেলা উদয়পুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে ট্যাপেন্টাডল (ট্যাবলেট) সেবনকারী রবিউল ইসলামকে তার বাড়ী থেকে আটক করে এনে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান শ্রী সুদেবকে ১৫ দিনের, রবিউল ইসলামকে ১ মাসের জেল দিয়ে জয়পুরহাট জেল হাজতে প্রেরন করেছেন। এসময় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর, কর্মচারী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।