সুকমল চন্দ্র বর্মন(পিমল)
কালাই,জয়পুরহাট।
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের বেগুন গ্রামে শাহ আব্দুল গফুর চিশতিয়ার আস্তানায়, চিশতিয়া তরিকার আস্তানা শরিফ কমিটির আয়োজনে ২১ শে নভেম্বর ২০২৪ ও বাংলা ৬ ই অগ্রহায়ণ রোজ বৃহস্পতিবার নবান্ন উৎসব পালিত হয়। প্রত্যেক বছরই অগ্রহায়ণের প্রথম বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জয়পুরহাট জেলা ছাড়াও দূর দূরান্তের জেলা, উপজেলা থেকে চিশতিয়া তরিকার ভক্তবৃন্দ এসে ভিড় জমায়এবং এলাকার সাধারণ লোকজনও অত্র অনুষ্ঠানে উপস্থিত হন। তবারক হিসাবে ক্ষীর পাক করা হয় প্রায় ৮০-৯০মন। নতুন ধানের চাল, তাতে গুড় দেওয়া হয় আনুমানিক ৬৫ মন আর গাভীর দুধ দেওয়া হয় প্রায় ৫০ মন । এতে ক্ষীরের রং হয় যেমন সুন্দর খেতেও লাগে তেমনি মজা। যে একবার ক্ষীর খেয়েছে সে বার বার বেগুনগ্রাম আস্তানা শরীফের নবান্ন অনুষ্ঠানে আসতে চাইবেন। ক্ষীর পাকের আগ পর্যন্ত আস্তানা শরীফের চত্বরে দীর্ঘক্ষণ ধরে চলে আল্লাহু আল্লাহু জেকের, জেকের আজকারের শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ২০ হাজার লোকজনের সমাগম ঘটেছে। পরিবেশ পরিস্থিতি ও আইন শৃঙ্খলা ভালো রাখতে কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান এবং কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি)জাহিদ হোসেন কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন। এতে এলাকাবাসী সন্তুষ্ট।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।