কালাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

লেখক:
প্রকাশ: 1 month ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল
কালাই,জয়পুরহাট।

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে আলী আনছার (৫২) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বালাইট মোড়ের অদূরে ‘আইটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহত ব্যক্তি কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের বাসিন্দা। এবং আহম্মেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলি আকবর মন্ডলের ছোট ভাই।

পরিবার ও পুলিশের পক্ষথেকে জানা যায়, আলী আনছার তার পুকুর সেচ দিয়ে মাছ ধরেন। পুকুরের মাছ তার বোনের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের আইসিটি সেন্টারের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়।

 
error: Content is protected !!