কালাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উপলক্ষে বিশাল মাছের মেলা

লেখক:
প্রকাশ: 1 month ago

সুকমল চন্দ্র বর্মন (পিমল)

কালাই, জয়পুরহাট:

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে সনাতন ধর্মালম্বীদের নবান্ন উপলক্ষে পাঁচশিরা বাজার কমিটির আয়োজনে ১৭ নভেম্বর ২০২৪ সোমবার প্রত্যেক বছর বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে বিশাল মাছের মেলা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের ন্যায় এবারেও বিশাল মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় আশেপাশের উপজেলা সহ বিভিন্ন এলাকার লোকজন মাছ কিনতে এসে ভিড় জমায় সব মিলে মেলায় নামে মানুষের হাজারো ঢল। এছাড়াও নতুন, পুরাতন জামাই এসে শশুর শাশুড়ির জন্য মেলাতে ওঠা বড় মাছ ক্রয় করে, কেউ ভ্যান ও সাইকেলের হ্যান্ডেলে কেউবা মোটরসাইকেলের হেন্ডেলে কেউবা হোন্ডার হ্যান্ডেলে মাছ ঝুলিয়ে নিয়ে যায় শশুর শাশুড়ির বাড়িতে। এলাকার প্রত্যেক জনের বাড়িতে আত্মীয়-স্বজনে ভরপুর এ যেন একটা মিলন মেলা। মেলায় সর্বনিম্ন ৫ কেজি হতে প্রায় ৩০-৩৫ কেজি, ওজনের বড় মাছ উঠেছে। এগুলো বিভিন্ন খাল বিল পুকুরে চাষ করা মাছ। সর্বনিম্ন ২৫০টাকা হতে ৬ শত টাকা কেজি। বিভিন্ন প্রজাতির প্রচুর মাছের আমদানি ঘটেছে। তবে লোকজনের ৫ থেকে ১০ কেজি ওজনে মাছের চাহিদা বেশি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ বেচা কেনা চলে এবং অত্র মাছ মেলায় লোকজনের ভীর থাকে । ২ দিনব্যাপী মেলাটি অনুষ্ঠিত হয়। ১৮ই নভেম্বর মঙ্গলবার মেলাটির সমাপ্তি ঘটবে।

 
error: Content is protected !!