কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে ১৯৬ পিস ইয়াবা ও ২০ পুড়িয়া গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

লেখক:
প্রকাশ: 2 weeks ago

 

মোঃ ফরিদুল ইসলাম সূর্য
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলার পুলিশ পৃথক দুটি অভিযানে ১৯৬ পিস ইয়াবা ও ২০ পুড়িয়া গাঁজা সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর বিকালে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের মেছনিরপাড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় নাগেশ্বরী থানাধীন সাপখাওয়া এলাকার মাদক কারবারি মোঃ নজরুল ইসলাম (৪৪) এবং মেছনিরপাড় এলাকার মোছাঃ সালেহা বেগম (৪৫) এর কাছ থেকে ১০১ পিস ইয়াবা ও ২০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

এরপর, একই দিনে রাতে কুড়িগ্রাম থানা পুলিশের একটি দল কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে মাদক কারবারি মোঃ বাচ্চু মিয়া (৩৫) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর, কুড়িগ্রাম জেলার পুলিশ মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এভাবে কুড়িগ্রাম জেলা পুলিশের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে নিরলস লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।

 
error: Content is protected !!