মোঃ ফরিদুল ইসলাম সূর্য
নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি কুড়িগ্রাম।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম ১.৫ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। ফুলবাড়ী থানা এলাকার শিমুলবাড়ী থেকে মোঃ মাসুদ রানা (২২), নাটোর জেলার নলডাঙ্গা থানার রায়সিংহপুর এলাকার মোঃ শহিদুল ইসলাম (ফোরকাই) (৩৫) এবং ফুলবাড়ী নাওডাঙ্গা এলাকার মোঃ সজীব মিয়া (২৩) কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই তিনজন মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ফুলবাড়ী এবং আশপাশের এলাকায় গাঁজা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুড়িগ্রাম জেলার মাদক নিয়ন্ত্রণে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তারা।