কুষ্টিয়ায় মেজর পরিচয়ে ভুয়া সেনা কর্মকর্তা আটক

লেখক:
প্রকাশ: 3 weeks ago

 

কুষ্টিয়া সদর থানা প্রতিনিধি
মো: মনিরুল ইসলম
——————————————-

কুষ্টিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ডাক্তার আমান নামে পরিচয় দানকারী এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।

রোববার (১লা ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানাধীন লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে তিনি ইবি থানাধীন বিভিন্ন এলাকায় ভুয়া পরিচয়ে লোকজনকে ভয় ভীতি দেখিয়ে আসছিলেন। পরের স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

এসময় তার কাছ থেকে একাধিক ভুয়া ভিজিটিং কার্ড, একটি ভুয়া অস্ত্র এবং ওয়াকিটকি পাওয়া গেছে।

আটককৃত ব্যক্তির নাম খন্দকার বায়েজিদ আমান। তিনি নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ডা: আমান এর পরিচয় দেন। তার নামে প্রতারণা ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ ফরিদ উদ্দিন জানান, স্থানীয় লোকজন এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করে। পরে তাকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসা বাদে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। তার নিকট হতে একাধিক ভুয়া ভিজিটিং কার্ড, একটি ভুয়া অস্ত্র এবং ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

 
error: Content is protected !!