কুষ্টিয়া জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: 2 weeks ago

 

মো: মনিরুল ইসলাম
১০ নভেম্বর ২০২৪
———————————-

আজ (১০ নভেম্বর) কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়া জেলা বিএনপির এবং এর সকল ইউনিট সমূহের কাউন্সিল দ্রুত সময়ে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, আমান উল্লাহ আমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী,কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,সাবেক এমপি আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম।
উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

 
error: Content is protected !!