রেজুয়ান হাসান,জেলা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়ায় পানিতে ডুবে জিৎ সাহা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
এঘটনাটি শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামে বাড়ির পাশে ডুবার পানিতে ডুবে শিশুটির মৃত্যু ঘটে। নিহত জিৎ সাহা বড়তলা গ্রামে চয়ন সাহার ছেলে।
সুত্র জানায়, শুক্রবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশে ডুবায় পড়ে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।