রেজুয়ান হাসান, জেলা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় হার পাওয়ার প্রকল্পের আওতায় ২৫ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার উপস্থিতে এসব ল্যাপটপ বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, হার পাওয়ার প্রকল্পের ম্যানেজার এসএম আল জুবায়ের, সহকারী প্রকল্প ব্যবস্থাপক কাজী সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার মো. আজিজুল হক, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূইয়া, সাংবাদিক মামুনুর রশিদ মামুনসহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ ।