মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ তম ব্যাচের ফার্মেসী বিভাগে শিক্ষার্থী ওমর ফারুক গতকাল আনুমানিক রাত ১টায় রেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
গতবছর ২২শে জুন কোলনস্কপির মাধ্যমে তার শরীরে টিউমার শনাক্ত করা হয়, এরপর ৩জুলাই বায়োপ্সি রিপোর্ট তার রেক্টাল ক্যান্সার (Grade-3) ধরা পড়ে। তিনি দীর্ঘদিন যাবৎ পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত ৪ জানুয়ারি তার প্রেশার ফল করায় তাকে আইসিইউ তে নেওয়া হয়। আজ রাত ১ টার দিকে মৃত্যুবরণ করেন নোবিপ্রবির এই মেধাবী শিক্ষার্থী।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নোবিপ্রবিতে। শোক প্রকাশ করেছেন নোবিপ্রবির মাননীয় ভিসি, প্রো-ভিসি, শিক্ষক, শিক্ষার্থীসহ তার সহপাঠীরা।
এর আগে গতবছর ২০২৪ সালের জানুয়ারীতে নোবিপ্রবি শিক্ষার্থী ইসমাইল হোসেন এবং অক্টোবর তারেক সিয়াম মৃত্যুবরণ করেন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।