খুবিতে ইঞ্চি টেপ দিয়ে নির্মানাধীন সড়কের ঢালাইয়ের গভীরতা যাচাই করলেন প্রফেসর ড. রেজাউল করিম

লেখক:
প্রকাশ: 3 months ago

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন নির্মানাধীন সড়কের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রাপ্ত জ্যেষ্ট অধ্যাপক ড.মো: রেজাউল করিম। গতকাল সকাল ১০ টা ১৫ মিনিটে তিনি সরেজমিনে কাজ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীদের থেকে নির্মানাধীন সড়কের কাজ সম্পর্কে খোজ খবর নেন।এ সময় তিনি নিজেই ইঞ্চি টেপ দিয়ে মেপে নির্মানাধীন সড়কের ঢালাইয়ের গভীরতা যাচাই করেন। সামগ্রিক বিষয় অবহিত হওয়ার পর প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারদের উদ্দেশ্য তিনি বলেন, কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারীত সময়ের মধ্যে নির্মানাধীন সড়কের কাজ শেষ করতে হবে। মানের ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। এজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এ সময় প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো: সাইফুল ইসলাম বাদশা,সহকারী প্রকৌশলী (সিভিল) প্রশান্ত কুমার দাস এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 
error: Content is protected !!