মোঃ রবিউল হোসেন খান : খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার অলোকারানী দাস পরলোকগমন করেছেন। তিনি আজ ১৮ ডিসেম্বর দুপুর ২ টা ১৫ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন।মস্তিস্কে রক্ত ক্ষরণ জনিত কারনে তিনি বেশ কয়কদিন যাবৎ অসুস্থ ছিলেন।মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।তিনি সামী ও ১ ছেলে সহ অসংখ্য গুগগ্রাহী রেখে গেছেন।তার গ্রামের বাড়ি বাগেরহাটের রনজিতপুরে অন্তস্টিক্রীয়া সম্পন্ন হবে।খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম সংস্থাপন- ৪ শাখার রেজিষ্ট্রার অলোকারানী দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।শোক বার্তায় তিনি তার আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।একই ভাবে শোক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপ – উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. নুরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সংস্থাপন – ৪ শাখার প্রধান কাজী জালাল উদ্দীন সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।