মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো : নানা কর্মসুচির মধ্যে দিয়ে খুলনায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। আজ ২৬ জানুয়ারি এ উপলক্ষ্যে খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। " কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা, নিরাপত্তা, প্রগতি" এই সেমিনার আয়োজন করে মোংলা - খুলনা অঞ্চলিক কমিটি। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর অঞ্চল খুলনার কমিশনার শ্রাবনী চাকমা।অনুষ্ঠানে সভাপতিত্বে করেন,মোংলা কাস্টমস হাউজের কমিশনার ম. সফিউজ্জামান।প্রধান অতিথির বক্তব্য, কর অঞ্চল খুলনার কমিশনার শ্রাবনী চাকমা দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশের অর্থনীতি গতিশীলতা আনার জন্য বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট বিভাগের অবদান তুলে ধরেন এবং আন্তর্জাতিক কাস্টমস দিবসের এই বিশেষ সেমিনার আয়োজন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস এস্কাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা এর কমিশনার সৈয়দ আতিকুর রহমান,কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ( আপীল) কমিশনারেট, খুলনা এর কমিশনার এস এম সোহেল রহমান,মোংলা কাস্টমস এজেন্ট এসোসিয়েশনর সভাপতি মো: মাহমুদ হাসান টিটো স্টেক হোল্ডারদের পক্ষ থেকে আন্তর্জাতিক কাস্টমস দিবস আয়োজন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।মোংলা কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো: মাহমুদ হাসান টিটো বলেছেন, প্রতিবছরের ন্যায় ২৬শে জানুয়ারি বিশ্বের ১৮৬ টি দেশের পাশাপাশি বাংলাদেশ ও বিশ্ব কাস্টমস দিবস পালন করছি।আমাদের নতুন যে কাস্টমস পরিবার রয়েছে এবং নতুন আংগিকে যে এনবিআর ভবন সেখানে বিভিন্ন দপ্তরকে একত্রে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে।ইতিমধ্যে ৬ টি সংস্থার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা চাই ৩৯ টি সংস্থা একসাথে কাজ করলে আমলাতান্ত্রিক জটিলতা কমে আসবে। তিনি আরো বলেন,আমাদের কাস্টমস হাউজ মোংলা কাস্টমসের কর্মকর্তারা মোংলা বন্দর কেন্দ্রীক। খালিশপুরে এটা বাস্তবায়ন হয়ে আসছিল দীর্ঘ দিন ধরে। যেটা কোন ভাবেই বিঘ্নিত হচ্ছিল না।কিন্তু পুরোনো কাস্টমস থেকে আমাদের চলে যেতে হলো।আমরা এখন লক্ষ করছি কর্মকর্তা স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের ১৩০ কিলোমিটার শাস্তি মুলকভাবে যাতায়ত করতে হচ্ছে।জাতীয় রাজর্স বোর্ডকে আহবান করে তিনি বলেন,তাকিয়ে দেখুন আমাদের স্টেক হোল্ডারদের দিকে, মোংলা কাস্টমস হাউজে বা এখানে যারা কাজ করছেন তারা তাদের গতি হারিয়ে ফেলছে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাস্টমস, ভ্যাট,আয়কর বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ,সিএন্ড এফ ও শিপিং এজেন্টের নেতৃবৃন্দ, আমদানিকারক,রপ্তানিকারক,মোংলা বন্দর,মোংলা ইপিজেড এর কর্মকর্তাবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সরকারী বেসরকারী স্টেক হোল্ডারবৃন্দ।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।