মোঃ রবিউল হোসেন খান : খুলনা: খুলনায় জাতীয় গৃহায়ন কতৃপক্ষ কতৃক উচ্ছেদের ঘোষণায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। খুলনার খালিশপুর বাস্তহারায় জাতীয় গৃহায়ন কতৃপক্ষ কতৃক উচ্ছেদের ঘোষণায় এ মানববন্ধন কর্মসুচি পালিত পালিত হয়েছে। খালিশপুর বাস্তহারা কলোনীর উওর মাথায় বসবাসরত অসহায় জনগোষ্ঠীর পুর্নবাসন না করা পর্যন্ত গৃহায়ন ও গনপুর্তের উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীরা।আজ ১০ ডিসেম্বর সকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাস্তহারা উওর মাথায় বসবাসরত এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এ সময় এলাকাবাসীরা জানান,খুলনা সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের আওতাধীন বাস্তহারা কলোনীতে দীর্ঘ ৫২ বছর যাবৎ বসবাস করছেন তারা।দেশ সাধীনের পুর্ব থেকে সহায় সম্বলহীন, অসহায়,গরীব,ছিন্নমুল,ভুমিহীন মানুষ গুলো রেল লাইনের পাশে ঝুপড়ি ঘরে বসবাস করতেন। এ সময় ভুক্তভোগী পরিবারেরা আরো বলেন,দেশ সাধীন হওয়ার পর ১৯৭২ সালে এ সমস্ত গৃহহীন অসহায় মানুষের দুঃখ দুর্দশা লাঘবের লক্ষ্য স্থায়ী বসবাসের জন্য তৎকালীন সরকার প্রধানের নির্দেশে খুলনা জেলা প্রশাসক খুলনা মহানগরীর খালিশপুর থানা অন্তগত গোয়ালখালী এলাকার ৩৩ একর জমি অধিগ্রহণ করেন। পরবর্তীতে সেচ্ছাসেবী সংগঠন সলভেশন,আর্মি,রেডক্রস,কারিতাস ও কনসার্ন অধিগ্রহণ জমিতে মাটি ভরাট, একাধিক ডিপটিউবওয়েল স্থাপন সহ এলাকায় রাস্তাঘাট নির্মান করে এলাকায় সুপরিকল্পিত ভাবে আবাসন ব্যাবস্থা করেন।কিন্ত গত ৮ তারিখে বাস্তহারা এলাকায় ৭২ ঘন্টার মধ্যে ঘরবাড়ি ও আসবাসপত্র অপসারনের জন্য মাইকিং করে আল্টিমেটাম দেয় গৃহায়ণ ও গনপুর্ত বিনা নোটিশে উচ্ছেদ করবার। আর এ উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন কমসুচি পালন করেছে বাস্তহারার ছিন্নমুল অসহায় এলাকাবাসীরা।