মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো : খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে ও জামিনের দাবিতে দ্ধিতীয় দিনের মত ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা।আজ ২৭ জানুয়ারি খালিশপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। এর আগে রোববার ২৬ জানুয়ারি আলী আজিমকে গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় খালিশপুর থানা বিএনপি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়।এদিকে তাকে গ্রেফতারের প্রতিবাদে পদ্মা,মেঘনা,যমুনা তিনটি তেল ডিপো থেকে জালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়।কর্মবিরতির কারনে এখন পর্যন্ত খুলনা সহ ১৬ জেলায় জালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।পদ্মা, মেগনা,যমুনা ট্যাংকলরী সমিতির সহ সভাপতি মোশাররফ হোসেন বলেন, ষড়যন্ত্র মুলক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যতক্ষন পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেওয়া না হবে ততক্ষন পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।তিনি আরো বলেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো : এনাম মুন্সি সহ শ্রমিক নেতৃবৃন্দ খুলনা মেট্রোপলিটন পুলিশের ( ডিসি নর্থ) এর কার্যালয়ে আজ বিকাল সাড়ে ৪ টায় বৈঠক বসেছে এবং আলোচনা চলছে বলে জানান।এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতি চলছে ও আজকের বৈঠকে কোন ফলপ্রসু সিদ্ধান্ত না হওয়া খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো: মোশাররফ হোসেন জানিয়েছেন শ্রমিকদের কর্মবিরতি চলমান থাকবে।