খুলনা সংবাদদাতা : খুলনায় তামিম(১৬) নামের এক রিক্সা চাল কের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ২৪ ডিসেম্বর বেলা ১১ টার দিকে মহানগরীর দৌলতপুর এলাকার মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবর স্থান থেকে মরদেহ টি উদ্ধার করে পুলিশ। তামিম শিকারির মোড় এলাকার মিজান জমাদ্দারের ছেলে। দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মীর আতাহার আলী জানান,প্রতিদিন সন্ধ্যার পর রিক্সা চালানোর জন্য বাড়ি থেকে বের হয় তামিম।সোমবার সন্ধ্যায় রিক্সা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরে নি।আজ সকাল পৌনে ১০ টার দিকে স্থানীয়রা দৌলতপুর মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।