খুলনা সংবাদদাতা : খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সৈকত নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ ২৬ ডিসেম্বর মহানগরীর কাস্টম ঘাট এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে।আহত সৈকত ৩ নম্বর মুন্সিপাড়া আফসার চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল জোয়াদ্দারের ছেলে।স্থানীয়রা জানান,সৈকত ১ নং কাস্টমঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।এসময় দুটি মোটরসাইকেলে ৪ জন দুর্বৃত্ত সৈকতকে লক্ষ করে কয়েকটি গুলি করে।একটি গুলি তার ডান পায়ের উরুতে বিদ্ধ হয়।এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ ক্লিনিকে নেন।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন,এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।