খুলনায় নভোথিয়েটার প্রকপ্ল বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লেখক:
প্রকাশ: 3 months ago

মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো: খুলনায় নভোথিয়েটার প্রকপ্ল বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। খুলনায় নভোথিয়েটার প্রকপ্ল বাতিলের উদ্যোগের প্রতিবাদ এবং দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছে নাগরিক ফোরাম। আজ বুধবার ১৫ জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্য বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপন করা হলেও খুলনার প্রকপ্লটি বাতিলের প্রস্তাব মানুষকে ব্যাথিত করেছে।প্রয়োজনে প্রকপ্লের নাম পরিবর্তন করে হলেও খুলনার শিক্ষার্থীদের কথা চিন্তা করে হলেও দ্রুত প্রকপ্লটি বাস্তবায়ন করা হোক। খুলনার নাগরিক ফোরাম মহাসচিব ইকবাল হাসান তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ত কাজল ইসলাম, ১ নং ওয়ার্ডের নাগরিক ফোরাম সভাপতি সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব কাওসারী জাহান মঞ্জু,বনানী সুলতানা ঝুমু, সৈয়দ আলী হাফিজ, সাইফুল ইসলাম মল্লিক, সাবির খান,জাতীয় নাগরিক কমিটির সদস্য অনি হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন খুলনার সংগঠক কোহিনূর আক্তার কনা প্রমুখ।

 
error: Content is protected !!