খুলনায় প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছরপুর্তিতে হীরক জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লেখক:
প্রকাশ: 1 week ago

মোঃ রবিউল হোসেন খান : খুলনা: খুলনায় প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছর পুর্তিতে হীরক জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টায় স্কুলের মুল ফটকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ সুচনা করা হয়।পরে একটি বর্নাঢ্য র‍্যালী প্লাটিনাম গেট হতে শুরু করে খালিশপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ পুলিশ কমিশনার ও আয়োজক কমিটির আহবায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন বাবু, আলতাফ হোসেন, আব্দুল লতিফ প্রমুখ। পরে ক্রীড়া অনুষ্ঠান ও র‍্যাফেল ড্ররা অনুষ্ঠিত হয়।সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড শিল্পী পান্ত কানাই সহ স্থানীয় শিল্পীদের গান পরিবেশনের মধ্য দিয়ে ৬০ বছর পুর্তি হীরক জয়ন্তী অনুষ্ঠান শেষ হয়।এর আগে হীরক জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে প্লাটিনাম গেট,কলোনী,স্কুলের মুল ফটক,আলপনা, দেয়াল লেখনি সহ প্রয়াত শিক্ষকদের স্মরণে ফেস্টুন ব্যানার সহ আলোকসজ্জা করা হয়।

 
error: Content is protected !!