মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো: খুলনায় বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ জানুয়ারী সকাল ১১ টায় নগরীর শিববাড়ি মোড়ে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি,খুলনা এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্য মুল্যের উর্ধগতিতে রেস্তোরা ব্যবসায় ধস নেমেছে। এরপর বর্ধিত ভ্যাট ও সম্পুরক শুল্কের চাপে এই ব্যাবসায় সংকট আরো বাড়বে।ফলে এ ব্যাবসা গুটিয়ে নিতে হবে।বেকার হয়ে পড়বে এ রেস্তোরা ব্যাবসার সাথে জড়িত কয়েক লক্ষ মানুষ। এ সময় বক্তারা সরকারের ঘোষণা দেওয়া বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারে দাবি জানান। তারা আরো বলেন বর্তমান দ্রব্য মুল্যে উর্ধগতি বাজারে কাচা মালের সিমাহীন দাম বাড়ায় দিশেহারা এ ব্যাবসার সাথে সংশিস্ট ব্যবসায়ীরা এর ফলে এই রেস্তোরা ব্যবসায় যে পরিমান লভাংশ হয় তা দিয়ে আমাদের প্রতিটি পরিবারের বর্তমানে জীবন ধারনকরা অত্যান্ত কষ্ট সাধ্য হয়ে দাড়িয়েছে।তার ওপর সরকারের নেওয়া এ পদক্ষেপ কে তারা মরার ওপর খাড়ার ঘা বলছেন রোস্তোরা ব্যাবসায়ীরা।বক্তারা অবিলম্বে ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। মানববন্ধনে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ী,রেস্তোরা কর্মচারী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।