মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনায় ভ্রাম্যমান ট্রাকে টিসিবির পন্য বিক্রয় কার্যক্রম উদ্ধোধন করছেন বানিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন।এসময় উপদেষ্টা বলেন,প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের এর নির্দেশনায় সকল বিভাগীয় সদর ও ৫ টি দারিদ্র্যপীড়িত এলাকা সহ মোট ১৩ টি এলাকার ১২ লাখ পরিবারের মাঝে ট্রাক সেলের মাধ্যমে পন্য বিক্রি কার্যক্রম শুরু করেছি। পুরো রমজান মাস জুড়ে টিসিবির ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে। তিনি আজ ১১ ফেব্রুয়ারী সকালে খুলনার শিববাড়ী মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পন্য বিক্রয় কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপদেষ্টা বলেন, টিসিবি ৬৩ লাখ পরিবারকে ভর্তুকিমুল্য পন্য সরবরাহ করে থাকে। স্মার্ট কার্ড রুপান্তরের কাজে খুলনাঞ্চলের সাফল্যর হার সবথেকে বেশি। এ মাসের ২৪ তারিখের মধ্যে বাকি কার্ড এক্টিভেশন সম্পন্ন হবে, এর মাধ্যমে সুবিধা ভোগীর সংখ্যা বাড়বে।এই সংখ্যাকে আরো বাড়াতে অতিরিক্ত ১২ লাখ পরিবারের জন্য রমজান মাসের শেষ দিন পর্যন্ত ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে উল্লেখ করে বলেন, এর বিনিময়ে বাজারে পন্যর মুল্য আরো সহনশীল হবে।অতিরিক্ত ৯ হাজার মেট্রিকটন পন্য ট্রাকসেল করা হবে।এই কার্যক্রমের মাধ্যমে বাজার নিন্মগামী হবে , বাজার সহনশীল হবে।প্রান্তিক মানুষের জীবনে সস্তি আসবে।আমরা এমন দিনের সপ্ন দেখি যেদিন টিসিবি কার্যক্রম আর চালাতে না হয়।সম্পদের সুষম বন্টনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য পৌছাতে চাই। সেটা হয়ত একটু দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। তার পরও আমরা সেটা অর্জন করতে চাই বলে প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( মানবসম্পদ) নুরুল হাই মোহাম্মদ আনাছ। প্রসঙ্গত কার্ডধারী যেকোন ভোক্তা লাইনে লাড়িয়ে ট্রাক থেকে পন্য কিনতে পারবেন।একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল,২ কেজি মশুর ডাল ও ছোলা, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন।এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা,প্রতিকেজি চিনি ৭০ টাকা,মশুরডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ও চিনি ১৫৬ টাকা দরে বিক্রি করবে টিসিবি।