মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো : খুলনা লবন চোরা থানাধীন মোহাম্মদ নগরে গতকাল ভোর সাড়ে ৪ টায় ব্রাদার্স অটো নামক একটি ইজিবাইকের ব্যাটারীর দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৈশ প্রহরিকে কুপিয়ে ও হাত পা বেধে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।এ ঘটনায় দোকানের মালিক মো: রিপন কান্নায় ভেঙে পড়েন।এ বিষয়ে আহত নৈশ প্রহরি আব্দুল ওয়াহেদ জানান,ভোর ৪ টা ১৫ মিনিটে ১২ থেকে ১৪ জনের একদল লোক একটি পিকআপ গাড়ি নিয়ে এই ব্যাটারীর দোকানের সামনে এসে দাড়ায়। গাড়িটির যান্ত্রিক সমস্যা জানিয়ে, হঠ্যাৎ কয়েকজন এসে গামছা দিয়ে আমাকে গলায় ফাস দেওয়ার চেষ্টা করে।পরে তার হাত পা বেধে পিকআপের ওপর আটকে রাখে। অপর নৈশ প্রহরির মাথায় কুপিয়ে জখম করে।পরবর্তীতে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ২৫ লাখ টাকার ব্যাটারী ও অন্যান্য মালামাল লুট করে নেয়। জানা যায়, তাদের নিকট চাপাতি,রামদা ও আগ্নেয়াস্ত্র সহ ছিল। ভোর ৫ টায় পুলিশকে খবর দিলে, তারা এসে দুজনকে উদ্ধার করে। এ বিষয়ে দোকানের মালিক রিপন বলেন,আমার সবকিছু শেষ হয়ে গেছে। ডিলারদের বাকি টাকা ও ঋনের অর্থ কিভাবে শোধ করবো জানিনা।তিনি আরো বলেন, লবন চোরা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে। থানা সুত্রে জানা যায়, ঘটনাস্থলে পুলিশের টিম পরিদর্শন করে সত্যতা পেয়েছে। সিসি ফুটেজ ও পাওয়া গেছে। এ ব্যাপারে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।