মোঃ রবিউল হোসেন : খুলনা: খুলনায় সাংবাদিকদের তিন দিন ব্যাপি পিআইবি,র প্রশিক্ষণ উদ্ভোধন। খুলনা জেলার সাংবাদিকদের জন্য তিন দিন ব্যাপি সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ ৬ নভেম্বর সকালে খুলনা সার্কিট হাউজের সন্মেলন কক্ষে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণের উদ্ভোদন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণের কোন বয়স নেই। মানুষের প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার অনেক কিছু রয়েছে।। প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন করা খুবই জরুরি। তিনি আরো বলেন, যেকোন প্রশিক্ষণের কোন বিকল্প নেই।তিনি খুলনার সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য পিআইবি কে ধন্যবাদ জানান। খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি মো: আনিসুজ্জামান সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও ড্যাফোডিল ইউনিভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জামিল খান। উক্ত সাংবাদিকদের প্রশিক্ষণে খুলনা জেলার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করছেন বলে জানা গেছে।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।