খুলনার ডুমুরিয়ায় ভেটেরিনারী সার্জন যোগদান করায় ফুলেল শুভেচছা

লেখক:
প্রকাশ: 3 months ago

মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো: ভেটেরিনারি সার্জন হিসেবে আবু সাঈদ সুমন প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি সার্জন ডুমুরিয়া হাসপাতালে যোগদান করেছেন। তিনি ৪৩তম বিসিএস ( প্রানিসম্পদ) ক্যাডারের একজন কর্মকর্তা।তিনি উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রথম জয়েন্ট করেন এবং অত্যান্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করবেন বলে তিনি এসেছেন। তার আগমনে ডুমুরিয়া প্রানিসম্পদ খাত আরো সমৃদ্ধ হবে বলে আমাদের প্রত্যাশা। আজ ২১ জানুয়ারী দুপুরে ডুমুরিয়া উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তার কার্যালয়, ডুমুরিয়া উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মো: আশরাফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় অফিসে সবার সাথে তিনি পরিচিত হন।এসময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের উপসহকারী চঞ্চল কুমার,আমজাদ হোসেন ভিএফ এ,মফিজুল ইসলাম, ভিএফএ বৃন্দাবন কবিরাজ,এফ এ এ/আই আশরাফুল আলম,কম্পাউন্ডার,ম্যাগি মল্লিক,সাজ্জাদুল ইসলাম, ড্রাইভার মো: আলামিন,ড্রেসার প্রমুখ।

 
error: Content is protected !!