খুলনার রুপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুরুতর আহত

লেখক:
প্রকাশ: 1 day ago

খুলনার রুপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুরুতর আহত।

খুলনা সংবাদদাতা : খুলনার রুপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল সন্ধা ৭ টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক, উপজেলার জয়পুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো: সাব্বির( ২৫)।বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বির সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। তার ব্যবহ্নত মোবাইল ফোনে একটি কল আসলে তিনি কথা বলতে বলতে বাড়ির বাহিরে আসেন।এর কিছুক্ষন পর দুটি মোটরসাইকেলে ৪ জন ব্যক্তি আসে।হত্যার উদ্দেশ্য দুর্বৃত্তরা সাব্বিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।গুলিটি তার শরীরের পেছনে বিদ্ধ হয়।গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর পর তাকে উদ্ধার করে স্থানীয় সাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।রুপসা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: মনিরুল ইসলাম বলেন, সংবাদ শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।তাকে হত্যার উদ্দেশ্য পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

 
error: Content is protected !!