খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নি্যুক্ত হলেন অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান

লেখক:
প্রকাশ: 1 day ago

মোঃ রবিউল হোসেন খান : খুলনা: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের( খুকৃবি) নতুন ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার ল্যাবরেটরী এ্যান্ড অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান। আজ ৬ জানয়ারী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম সাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ এর ১৩ (১) ধারা অনুযায়ী, রাস্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার ল্যাবরেটরী এ্যান্ড অ্যাগ্রটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. শামীম আহমেদ খানকে ৪ বছর মেয়াদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালের ট্রেজারার হিসেবে নি্যুক্ত করা হয়। নিয়োগের শর্তে বলা হয়, ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। এই পদে তিনি বর্তমানে পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন।এছাড়াও বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষনিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

 
error: Content is protected !!