মোঃ রবিউল হোসেন খান : খুলনা: খুলনা জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা আইন শৃংখলা কমিটির ডিসেম্বর মাসের সভা খুলনা জেলা প্রশাসক সন্মেলন কক্ষে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, সচারাচর অপরাধমুলক কর্মকান্ড সংগঠিত হয় এমন স্থান গুলোতে আইন শৃংখলা বাহিনীর নজর দারী বৃদ্ধি করা প্রয়োজন। বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যর বাজার দর কিছুটা কমেছে।তবে পন্যর মুল্য নিয়ন্ত্রনে তদারকি অভিযান চলমান থাকবে।শীতে অতিথি পাখি শিকার ও বন্ধে প্রশাসনে কর্মরত ব্যক্তি এবং সচেতন নাগরিকদের কার্যকর ভুমিকা রাখতে হবে। পর্যটক মৌসুমে ও খুলনা অঞ্চলে ঘুরতে আসা পর্যটকদের যেকোন ধরনের হয়রানির সুযোগ বন্ধ করতে হবে।সভায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহা: আহসান হাবীব বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে মেট্রোপলিটন এলাকায় ঘটে যাওয়া যেকোন অপরাধ মুলক ঘটনাকে আমলে নিয়ে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।কিছু তালিকাভুক্ত সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাম্বলীদের বড়দিন উৎসবের সময় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নগরীর ৩৩ টি গির্জায় পুলিশের বিশেষ প্রহরা থাকবে।ইংরেজি নববর্ষ ও বড়দিন উৎযাপনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে কোন উদ্ধেগ নেই।ডেপুটি সিভিল সার্জন ডা: শেখ মোঃ কামাল হোসেন বলেন, জেলায় ডেঙ্গু প্রকোপ অনেকটা কমেছে।ফলে হাসপাতাল গুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তী ও কমেছে। জেলায় ডেঙ্গুতে আজ পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে, এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৫ জন।তিনি আরো বলেন বেসরকারী হাসপাতাল গুলোতে সাস্থ্য সেবার মান ঠিক রাখতে সাস্থ্য দপ্তরের অভিযান চলমান আছে।পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেন, সুন্দরবন কেন্দ্রিক দস্যুতা বন্ধে সুন্দরবন ঘেষা দাকোপ,কয়রা,পাইকগাছা উপজেলায় পুলিশের নজরদারী বৃদ্ধি করা হচ্ছে।ধর্মিয় সম্প্রতি বজায় রাখা ও তরুণ যুবকের মাদক থেকে দুরে রাখতে জুমআর খুদবায় ইমামদের মোটিভেশান আলোচনার গুরুত্ব রয়েছে। সন্মানিত ইমামদের সাথে বিভিন্ন বিবিষয় নিয়ে বৈঠক করা হয়েছে। আসন্ন বড়দিন ও থার্টিফাস্ট নাইটকে উৎযাপনকে কেন্দ্র করে আইন শৃংখলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রনে থাকে সেজন্য জেলা পুলিশ সজাগ রয়েছে। মবজাস্টিসের নামে আইন হাতে তুলে নেওয়ার প্রবনতা বন্ধে সামাজিক সচেতনতা জরুরি। এসময় জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইন শৃংখলা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আমাদের নিউজ পোর্টালের যে কোন সংবাদ কপি করা দন্ডনীয় অপরাধ। আমরা সর্বদা সত্য ন্যায় সচ্ছতা ও সঠিক নিউজ প্রকাশে বদ্ধ পরিকর। দৈনিক যুগবাহক দেশের ও দেশের মানুষের সেবাই সর্বদা নিয়জিত।