খুলনা জেলা আওয়ামীলীগ সভাপতি বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার।

লেখক:
প্রকাশ: 1 month ago

খুলনা সংবাদদাতা :

খুলনা জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। যৌথ বাহিনী এ অভিযান চালিয়েছে। গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশ সুত্রে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় খুলনা সদর থানার এস আই রেজওয়ান ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। কেএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) আহসান হাবিব সাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গতকাল ভোর রাতে পুলিশ ও সেনা বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী মহানগরীর রুপসা স্টান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়।বাড়ির চতুর্থ তলা থেকে একটি রাইফেল, ১৩ রাউন্ড রাইফেলের গুলি,চারটি রাইফেলের গুলির খোসা, একটি রিভলবার, ২০ রাউন্ড রিভলবারের গুলি,রাইফেলর গুলির চার্জার দুটি,পিস্তলের কাভার একটি,রাইফেলর কাভার একটি এবং ভারতীয় ২৫০ রুপি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায় নী।

 
error: Content is protected !!