খুলনা জেলা বিএনপি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে

লেখক:
প্রকাশ: 1 week ago

মোঃ রবিউল হোসেন খান : খুলনা: খুলনা জেলা বিএনপি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ১৩ ডিসেম্বর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। আংশিক কমিটিতে মনিরুজ্জামান মন্টুকে আহবায়ক, আবু হোসেন বাবুকে সদস্য সচিব ও মোমরেজুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপি গৃহীত সিদ্ধান্ত মোতাবেক খুলনা জেলা বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রায় তিন মাস কমিটি ছাড়া খুলনা জেলা বিএনপি কাজ বন্ধ ছিল।এর আগে ২০২১ সালের ৯ ডিসেম্বর আমির এজাজ খানকে আহবায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম আহবায়ক ও মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে তিন সদস্যর কমিটি ঘোষণা করা হয়েছিল।পরে ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যর কমিটি অনুমোদন দেওয়া হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক ওই আগের কমিটি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাক্ষরিত অনুমোদন দেওয়া হয়েছিল।

 
error: Content is protected !!